রংপুরের পীরগাছায় খামারী উন্নয়নে সিআইজি ও নন সিআইজি খামারী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তালুক ইসাদ (দুধিয়াবাড়ি) গ্রামে সমাবশে অনুষ্ঠিত হয়। তালুক ইসাদ মুরগী পালন সমিতি উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে সমাবেশে স্বাস্থ্য বিধি মেনে ৫০ জন খামারী ও কৃষক অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ছামছুজ্জামান। ন্যাশনাল এগ্রিকালটারাল টেকনোলজি প্রেগ্রাম এর এনএটিপি-২ প্রজেক্টের আওতায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভেটেনারী সার্জন মোহাম্মদ আলী, আলহাজ¦ উদ্দিন, ফজলুল হক, এটিএম মোজাহিদুল ইসলাম মিলন প্রমুখ।

